বালুরঘাট, ১ সেপ্টেম্বর —– ডোবা থেকে উদ্ধার চল্লিশোর্ধ্ব ভবঘুরে মহিলার পচাগলা দেহ। সোমবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে তপনের লস্করহাট এলাকায়। যে ঘটনার খবর পেয়েই এলাকায় পৌছে ওই মৃতদেহটি উদ্ধার করে তার শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করেছে তপন থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল থেকেই লস্করহাটের আশপাশে অসহ্য গন্ধে হাঁসফাঁস করছিলেন গ্রামবাসীরা। খোঁজ করতে গিয়েই চোখে পড়ে পরিত্যক্ত একটি ডোবার জলে ভাসমান দেহ। যে খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় চারপাশে। পরে তপন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গত কয়েকদিন ধরেই এক অচেনা মহিলাকে ওই এলাকায় ঘুরতে দেখা যাচ্ছিল। তাঁরই দেহ মিলেছে বলে ধারণা। তবে কীভাবে ওই মহিলা ডোবায় এলেন— দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনও অন্ধকার রহস্য— তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানান জল্পনা।
পুলিশের প্রাথমিক অনুমান, মৃতা সম্ভবত ভারিলার হরিবংশীপুরের বাসিন্দা, যিনি সম্প্রতি বাড়ি ছেড়ে ভবঘুরে অবস্থায় ছিলেন। তবে পরিবারের তরফে শনাক্তকরণ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। স্থানীয়দের দাবি, ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্যও থাকতে পারে। সবদিক খতিয়ে দেখছে পুলিশ