ঠিক মতো রেশন মিলছে না’ জেলাশাসককে সামনে পেয়ে ফের রেশনের সমস্যা নিয়ে সরব হলেন কালচিনি ব্লকের সুভাষিনি চা বাগানের শ্রমিকরা

0
229

‘আলিপুরদুয়ার। ঠিক মতো রেশন মিলছে না’ জেলাশাসককে সামনে পেয়ে ফের রেশনের সমস্যা নিয়ে সরব হলেন কালচিনি ব্লকের সুভাষিনি চা বাগানের শ্রমিকরা। রবিবার রবিবার ‘খেলব মাইয়া’, ‘সমস্যা সমাধান- জনসংযোগ, কর্মসূচির অধীনে জেলা শাসক ও জেলা পুলিশ সুপার জনসংযোগে এলে তাদের কাছে রেশন নিয়ে অভিযোগ জানান শ্রমিকরা।এ বিষয়ে উল্লেখ্য, গত কয়েকমাসে একাধিকবার রেশন ঠিকমতো মিলছে না বলে অভিযোগ করে আসছেন শ্রমিকরা। তাদের অভিযোগ, বেশ কয়েকমাস ধরেই রেশন ঠিকমতো রেশন মিলছে না, একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সমাধান হয়নি।এদিন জেলাশাসকও জানিয়েছি।’ এদিন শ্রমিকদের সাথে বাগানের ময়দানে বসেই তাদের সমস্যাও শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন জেলা শাসক। অন্যদিকে, সপ্তাহের অন্যান্য দিন চা বাগানের কাজে ব্যস্ত থাকার পর ছুটির দিনে এরূপ ‘খেলব মাইয়া’ কর্মসূচির অধীনে একাধিক খেলার আয়জনে খুশি শ্রমিকরাও। এছাড়া এদিনের খেলায় অংশগ্রহণকারীদের তেল, চিনির মত রেশন সামগ্রীও দেওয়া হয়েছে, যা পেয়ে মুখে হাসি ফুটেছে চা শ্রমিকদের।তাদের কথায়, ‘এই চা বাগানে প্ৰথম এরূপ উদ্যোগ নেওয়া হয়েছে। সারা সপ্তাহের ক্লান্তি এদিন দূর হয়ে গিয়েছে। এ বিষয়ে জেলা শাসক আর বিমলা জানান, নানান সরকারি প্রকল্প সম্পর্কে শ্রমিক মহল্লার বাসিন্দাদের অবগত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।যা জেলার অন্যান্য বাগানেও চলবে। এছাড়া রেশনের সমস্যাও জানিয়েছে যা দ্রুত সমাধানের চেষ্টা করবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here