ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু হল গঙ্গারামপুর থানার নন্দনপুর নাগনে

0
113

ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু হল গঙ্গারামপুর থানার নন্দনপুর নাগনে,মৃতদেহ পাঠানো হলো বালুরঘাটে শীতল চক্রবর্তী ২৪ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর।ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের নাগন এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সৌরভ রায় (৩৯)। তিনি গঙ্গারামপুর শহরের পিডাব্লিউডি পাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার সৌরভ নাগন এলাকায় কাজে গিয়েছিলেন। কাজ শেষে নাগন থেকে রতনপুর বাসস্ট্যান্ডের দিকে হেঁটে আসার সময় পিছন থেকে একটি ট্র্যাক্টর তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।
ঘটনা দেখে স্থানীয় গ্রামবাসীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here