হুমকির পর কালিয়াচকের খালতিপুর স্টেশনে বাড়ানো হলো নিরাপত্তা ব্যবস্থা।। রেলের তরফ থেকে কালিয়াচক থানাকে রীতিমতো চিঠি দিয়ে জানানো হয় বন্দে ভারত ট্রেনে হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রেন লক্ষ্য করে ওরা হতে পারে পাথর। আর এরপর রেলের তরফে কালিয়াচকের খালতিপুর স্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রেললাইন পাহারা দিচ্ছে পুলিশ।
Home উত্তর বাংলা মালদা ট্রেন লক্ষ্য করে *রা হতে পারে পাথর, হুমকির পর কালিয়াচকের খালতিপুর স্টেশনে...


























