গৌড়লিঙ্কের কামরা থেকে উদ্ধার ব্যাগ ভর্তি কচ্ছপ, বালুরঘাটে তল্লাশি চালিয়ে কচ্ছপ উদ্ধার করলো রেল পুলিশ

0
559

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২২সেপ্টেম্বর—  শিয়ালদহ থেকে আগত গৌড়লিঙ্ক ট্রেনের কামরা থেকে ব্যাগ ভর্ত্তি কচ্ছপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।  বুধবার বালুরঘাট স্টেশনে ট্রেনের কামরাতে রাখা দুটি ব্যাগ থেকে ১৫টি কচ্ছপ উদ্ধার করে রেলপুলিশ।

রেলের কামরার এক কোনে ব্যাগে রাখা ছিল কচ্ছপগুলি। ঘটনার পরেই রেলপুলিশের পক্ষ থেকে বালুরঘাট ফরেস্ট রেঞ্জ অফিসে খবর দেওয়া হয় এবং বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় কচ্ছপগুলি।    বালুরঘাট রেল স্টেশনের রেলপুলিশের সাব ইন্সপেক্টর শক্তিরঞ্জন চৌধুরী জানিয়েছেন, রুটিং চেকিং চলার সময় কচ্ছপগুলি উদ্ধার করা হয়। পরে বনদপ্তরের হাতে কচ্ছপগুলি তুলে দেওয়া হয়েছে। 


   বালুরঘাট ফরেস্ট অফিসের ডেপুটি রেঞ্জার নিখিল ক্ষেত্রী জানান উদ্ধার হওয়া কচ্ছপগুলি ইন্ডিয়ান টোটোরেলস প্রজাতির। ১৫টি কচ্ছপের মধ্যে একটি কচ্ছপ মারা গেছে। বাকিগুলি নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here