গঙ্গারামপুর ব্লকের নয়াবন্দরে নায্যমূল্যের সার বিপণন কেন্দ্রের উদ্ধোধন হল এগ্রিকালচারাল কো-অপারটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের তরফে

0
351

গঙ্গারামপুর ব্লকের নয়াবন্দরে নায্যমূল্যের সার বিপণন কেন্দ্রের উদ্ধোধন হল এগ্রিকালচারাল কো-অপারটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের তরফে, প্রকল্পের উদ্ধোধন করেন সংস্থার চেয়ারম্যান-উপস্থিত ছিলেন কৃষক সহ বিশিষ্টজেনরা
গঙ্গারামপুর ৭ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর: কৃষকদের সুবিধায় নায্যমূল্যের সার বিপণন কেন্দ্রের উদ্ধোধন হল।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এগ্রিকালচারাল কো-অপারটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের তরফে গঙ্গারামপুর ব্লকের নয়াবন্দরে এই নায্যমূল্যের সার বিপণন কেন্দ্রের উদ্ধোধন করেন সমবায়ের চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস।পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তর, কৃষিদপ্তর এবং পশ্চিমবঙ্গের বেনফেডের সহযোগীতায় গঙ্গারামপুর ব্লকের কালদিঘীতে অবস্থিত এগ্রিকালচারাল কো-অপারটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেড নামে সংস্থটি গঙ্গারামপুরের নয়াবন্দর শাখায় নায্যমূল্যের সার বিপণন কেন্দ্রটি চালু করেন। সেখানে বিভিন্ন আধিকারিকেরা সহ বহু কৃষকেরা উপস্থিত ছিলেন। সমবায়ের এমন উদ্যাগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
কৃষক স্বার্থে জেলার মধ্যে উল্লেখযোগ্য সমবায় সমিতি বলে পরিচিত গঙ্গারামপুর ব্লকের কালদিঘীতে অবস্থিত এগ্রিকালচারাল কো-অপারটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেড নামে সংস্থটি। কৃষকদের জন্য বিরাট আকারে গঙ্গারামপুরের কালদিঘীতে দুটি বহুমুখি হিমঘর তৈরি করা হয়েছে।সেখানে গঙ্গারামপুর শহর ও ব্লকের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের বহু কৃষক সেখানে আলু সংরক্ষন করে বিগত দিনগুলিতে ভালোমানের আলু পেয়ে লাভবান হয়েছেন। কৃষকদের স্বার্থে এই সমবায় হিমঘরের পাশেই কৃষকদের স্বার্থে সব ধরনের সুবিধা দিয়ে তাঁরা আলু সংরক্ষন করে থাকেন। যানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তর, কৃষিদপ্তর এবং পশ্চিমবঙ্গের বেনফেডের সহযোগীতায় গঙ্গারামপুর ব্লকের কালদিঘীতে অবস্থিত এগ্রিকালচারাল কো-অপারটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেড নামে সংস্থটি গঙ্গারামপুরের নয়াবন্দর শাখায় নায্যমূল্যের সার বিপণন কেন্দ্রের উদ্ধোধন করেন সমবায়ের চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস।সেখানে উপস্থিত ছিলেন জেলার এআরসিএস সুমন সরকার,গঙ্গারামপুর ব্লক কৃষি আধিকারিক সুদীপ সরকার, বেনফেডের ম্যানেজার মূনাল বাস্কে, বেনফেডের মার্কেটিং ইনচার্জ তাপস সিংহ রায়, সমবায় হিমঘরের ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, সিডিও রূপক সাহা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এবিষয়ে গঙ্গারামপুর কলাদিঘীতে অবস্থিত এগ্রিকালচারাল কো-অপারটিভ মার্কেটিং সোসাইটির চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জানিয়েছেন, কৃষকদের জন্য আমারা সব সময় কাজ করে চলেছি। কৃষকদের সুবিধা দেবার জন্যেই নায্যমূল্যের সার বিপণন কেন্দ্রটি চালু করলাম। আশা রাখছি কৃষকদের সুবিধা হবে। দক্ষিণ দিনাজপুরের এআরসিএস সুমন সরকার জানিয়েছেন, কৃষকেরা যেন নায্যমুল্যে সার কিনতে পারে তাঁর জন্যে এখানে এমন উদ্যাগ নেওয়া হয়েছে। এতে কৃষকেরা সুবিধা পাবে সার কিনতে।
দক্ষিণ দিনাজপুর বেনফেডের ম্যানেজার মৃনাল বাস্কে জানিয়েছেন, আমরা সব সময় চাই যেন কৃষকেরা সুবিধা পেয়ে চাষাবাদ করতে পারে। এমন প্রকল্প চালু হওয়ায় অনেকেই সুবিধা পাবে। গঙ্গারামপুর কলাদিঘীতে অবস্থিত এগ্রিকালচারাল কো-অপারটিভ মার্কেটিং সোসাইটির লিমিটেডের এমন উদ্যাগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার কৃষকদের পাশাপাশি সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here