গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের পালশা অঙ্গনাওয়ারী সেন্টারের উদ্বোধন করলেন প্রধান অসিত বরন কুন্ডু, উপস্থিত থাকলেন বিশিষ্টজনেরা
শীতল চক্রবর্তী বালুরঘাট ২২ আগস্ট দক্ষিণ দিনাজপুর।একটি অনুষ্টানের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর ব্লকের ১০নম্বর উদয় গ্রাম পঞ্চায়েতের পালসা বুথে অঙ্গনাওয়ারী সেন্টারের উদ্বোধন হলো হল।খুশি হয়েছেন সকলেই।সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। গঙ্গারামপুর ব্লকের উদ্য় গ্রাম পঞ্চায়েতের পালসার এলাকায় কয়েকলক্ষ টাকা খরচ করে এই সেন্টারটি তৈরি করা হয়।জমি করেন এলাকারী বাসিন্দা লুৎফর রহমানের দান করা জমিতে এই সেন্টারটি গড়ে উঠেছিল।একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার কেটে সেন্টারের উদ্বোধন করেন উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরন কুন্ডু।সেখানে প্রধান ছাড়াও পঞ্চায়েতের আধিকারিক, অঙ্গনারী কর্মী ,সহায়িকা সহ এলাকার বিশিষ্ট উপস্থিত জনেরা উপস্থিত ছিলেন। জমি দাদা লুৎফর রহমান জানিয়েছেন,”এলাকার শিশু কিশোর ও মায়েদের জন্য এই সিমটা তৈরি করতে জমি দান করেছি। মানুষজন আরো ভালো পরিষেবা পাক সেই সেই দাবি জানাই।” প্রধান অসিত বরন কুন্ডু জানান,”সরকার চাইছে সব সময় মানুষজন ভালো পরিষেবা দিতে। নতুন সেন্টারে শিশু কিশোর ও মায়েরা যেন ভালো পরিষেবা প্রায় তার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।” অঙ্গনাওয়ারী বিভাগের এক কর্মী বলেন,”মানুষজনকে পরিষেবা দিতে এখন সুবিধা হবে। ধন্যবাদ জানাই প্রশাসনকে।”