মালদা:- খাওয়া-দাওয়া শেষে নিজের ঘরের ফ্যান ছাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবার সহ এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে গাজোল থানার সুকান্ত পল্লী এলাকায়।
হাসপাতাল ও পরিবার সূত্রে খবর মৃত ওই ব্যক্তির নাম নারায়ন রায় (৫০) বাড়ি গাজোল থানার সুকান্ত পল্লী এলাকায়।
ঘটনার বিবরণ দিতে গিয়ে মৃত ব্যক্তির জামাই জানান এদিন খাওয়া-দাওয়া সেরে ঘরের ফ্যান ছাড়াই করছিলেন তার শশুর নারায়ন বাবু। কোনভাবে একটি তার শরীরের সাথে সংযোগ হয়ে যায়। এরপর সেখান থেকে ছিটকে পড়েন তিনি। পরিবারের লোকেরা ঘটনাটি দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে নিয়ে গাজোল গ্রামের হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এ দিল তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
Home বাংলা উত্তর বাংলা খাওয়া-দাওয়া শেষে নিজের ঘরের ফ্যান ছাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির।