মালদা, ১৫ নভেম্বর:-কাকের আক্রমণে আহত এক বিরল প্রজাতির প্যাঁচাকে উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। রবিবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার শহরের হ্যান্টা কালী মোড় এলাকায়। এদিন বিকেলে হ্যান্টাকালী মোড় এলাকার ব্যবসায়ীরা দেখতে পান, একটি প্যাঁচাকে কাকের দল আক্রমণ করেছে। কাকের ঠোকর খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্যাঁচাটি।

অবশেষে কয়েকজন ব্যবসায়ীর উদ্যোগে উদ্ধার করা হয় আহত প্যাঁচাটিকে। সুশ্রুষার পর সেটিকে ছেড়ে দেন তারা। প্যাঁচাটিকে দেখতে ভিড় করেন এলাকার মানুষ।
 
                





















