কলেজ চত্বরে বহিরাগতের প্রবেশ, প্রাক্তন জিএসকে মারধরের ঘটনায় উত্তেজনা বালুরঘাটে, তদন্তে পুলিশ

0
413

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৭ সেপ্টেম্বর–––  বালুরঘাট কলেজের প্রাক্তন জিএস’এর উপর হামলা চালানোর অভিযোগ কে ঘিরে উত্তেজনা। প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের  তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা । মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে ঘিরে  ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলেজ চত্বরে ।

তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন জেনারেল সেক্রেটারি বিক্রম রায়ের অভিযোগ, সাধন শর্মা নামে শহরের একে গোপালন বাসিন্দা এদিন আচমকা কলেজে ঢুকে তাকে ধাক্কাধাক্কি করে।  যারপর সকলে একত্রিত হয়ে প্রতিবাদ করতেই প্রাচীর টপকে পালিয়ে যায় ওই যুবক বলেও অভিযোগ। যদিও এমন অস্বীকার করেছেন সাধন শর্মা নামে ওই যুবক।উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে  বালুরঘাট কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় । এদিনের ঘটনা তার সঙ্গে যুক্ত কিনা, অভিযোগ পেয়েই তা খতিয়ে দেখছে পুলিশ । 


প্রাক্তন সাধারণ সম্পাদক বিক্রম রায়ের অভিযোগ, কলেজে নিরাপত্তা ব্যবস্থা নেই । কর্তৃপক্ষের অবহেলায় যে কেউ কলেজে প্রবেশ করতে পারছে । এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে তারা অবস্থান-বিক্ষোভে বসবেন ।


বালুরঘাট থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here