একাধিক অভিযোগে সরানো হল গঙ্গারামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক দেবব্রত সরকারকে, গোপনে বিজেপির সঙ্গে যোগযোগ রাখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে-দায়িত্বভার বুঝে নিলেন অভিজ্ঞ অধ্যাপক সজল সরকার
গঙ্গারামপুর ৬ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর-জটিলতা, নানান জল্পনা কল্পনার মধ্যে দিয়েই গঙ্গারামপুর কলেজের ভারপ্রাপ্ত প্রন্সিপাল পদের পরিবর্তন হল।বুধবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কলেজ পরিচালন সমিতির সভাপতি গৌতম দাস কলেজের ভারপ্রাপ্ত প্রন্সিপাল দেবব্রত দাসকে সরিয়ে সেই পদে বসান অভিজ্ঞ অধ্যাপক সজল সরকারকে দায়িত্ব বুঝে নেবার চিঠিদেন।বৃহস্পতিবার গঙ্গারামপুর কলেজের মিটিং হলে কলেজ পরিচালন সমিতির বৈঠক করে সজলবাবুকে সেই দায়িত্ব বুঝেদেন প্রাক্তন গঙ্গারামপুর কলেজের ভারপ্রাপ্ত প্রন্সিপাল দেবব্রত সরকার। দায়িত্ব নিয়েই সজলবাবু জানালেন,এই পদে তাঁর আগের অভিজ্ঞতা রয়েছে। সকলকে নিয়ে তিনি কাজ করবেন কলেজ পরিচালনা করার জন্য।কলেজ পরিচালন সমিতির সভাপতি গৌতম দাস বলেন, আমি আশা রাখছি সজলবাবু ছাত্র ছাত্রীদের স্বার্থে সকলকে নিয়ে কাজ করবেন। কয়েক বছর আগে গঙ্গারামপুর কলেজের ভারপ্রাপ্ত প্রন্সিপাল ছিলেন সজল সরকার। বিগত দিনের কলেজ পরিচালন সমিতির সভাপতি গৌতম দাস ভারপ্রাপ্ত প্রন্সিপাল সজল সরকাকে সরিয়ে সেই পদে দেবব্রত সরকাকে সেখানে বসান। বহুদিন ধরে সেই পদে দেবব্রত সরকার দায়িত্ব নিতেই প্রথমে বিছুদিন তিনি ভালো কাজ করলেও বিভিন্ন সময়ে নানান ধরনের অভিযোগ জমা পরেছে তাঁর নামে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। ইতি মধ্যেই রাজ্যে তৃণমূল অধ্যাপক সংগঠনের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি করা হয় দেবব্রত সরকারকে। দিন যত এগিয়ে আসতে থাকে দেবব্রত সরকারের নামে অভিযোগের বন্যা বইতে থাকে বিভিন্ন জায়গায়। যে ঘটনা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও রাজ্যে তৃণমূল অধ্যাপক সংগঠনের কাছেও জমা পড়ে। সুত্রে যানা গিয়েছে প্রাক্তন ভারপ্রাপ্ত প্রন্সিপাল দেবব্রত সরকার গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন সরকার পদ পাবার লোভে বলে সুত্রের খবর। বিভিন্ন বিষয়গুলিকে সামনে রেখে রাজ্যেন্তর থেকেও কলেজ পরিচালন সমিতির সভাপতি গৌতম দাসের কাছে দেবব্রত সরকারের নামে পুরো বিষয়টি জানতে চায়। এর পরেই গৌতম দাস কলেজ পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে দেবব্রত সরকাররে ভারপ্রাপ্ত প্রন্সিপাল পদে থেকে সরিয়ে বুধবার রাতে কলেজের অভিজ্ঞ অধ্যাপক সজল সরকারকে গঙ্গারামপুর কলেজের ভারপ্রাপ্ত প্রন্সিপালের পদে বসান। বৃহস্পতিবার দুপুরে কলেজ পরিচালন সমিতির মিটিং পরে সজলবাবুকে দায়িত্ব বুঝে দেন দেবব্রত সরকার। গঙ্গারামপুর কলেজের ভারপ্রাপ্ত প্রন্সিপাল সজল সরকার জানিয়েছেন,এই পদে তাঁর আগের অভিজ্ঞতা রয়েছে। সকলকে নিয়ে তিনি কাজ করবেন কলেজ পরিচালনা করার জন্য। গঙ্গারামপুর কলেজ পরিচালনা সমিতির সভাপতি গৌতম দাস জানিয়েছেন, আমি আশা রাখছি সজলবাবু ছাত্রছাত্রীদের স্বার্থে সকলকে নিয়ে কাজ করবেন প্রাক্তন গঙ্গারামপুর কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল দেবব্রত দাস জানিয়েছেন, যে নতুন দায়িত্ব পেলেন তিনি ভাল কাজ করবেন বলে আশা রাখছি।