একটি এটিএম ভেঙ্গে চুরির চেষ্টা চালাল একদল দুষ্কৃতী।

0
55

উওর দিনাজপুর:-একটি এটিএম ভেঙ্গে চুরির চেষ্টা চালাল একদল দুষ্কৃতী। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চোপড়া থানার তিন মাইল রোড এলাকায়। সূত্রে খবর এদিন রাতে একদল দুষ্কৃতী ৩১ নং জাতীয় সড়কের পাশে থাকা এটিএমএ ঢুকে তার সামনের অংশ ভেঙে ফেলে। সে সময় কর্তব্যরত নৈশ প্রহরী বিষয়টি দেখে ফেলে। তার তৎপরতায় রক্ষা পায় এটিএমটি। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ওই এলাকার নৈশ প্রহরী জানান, রাত তখন প্রায় পৌনে ১ টা। সেই সময় দুষ্কৃতীরা এটিএম এর ভিতরে ঢুকে ভাঙার চেষ্টা করে। আমাকে দেখে দুষ্কৃতরা ছুটে গাড়ি করে পালিয়ে যায়। তৎক্ষণাৎ খবর দি কর্তব্যরত সিভিক পুলিশকে। তারা পৌঁছে পুলিশকে খবর দেয়। তিনি জানান, ১০ মিনিট দেরিতে পৌঁছালে দুষ্কৃতীরা এটিএম লুট করে পালিয়ে যেত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here