চাঁচল:-উপার্জনের একমাত্র সম্বল খোয়া গেল টোটো চালকের। রাতের অন্ধকারে বাড়ি থেকে চুরি গেল একটি টোটো, আর চুরি যাওয়া টোটো কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচোলের শ্রীরামপুর এলাকায়। এ ব্যাপারে টোটো চুরি যাওয়া ওই ব্যাক্তি চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন পূলিশ।
জানা গিয়েছে, চাঁচল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার বাসিন্দা রঞ্জন দাস। কিছুদিন আগে রোজগারের জন্য ঋণ করে একটি টোটো কিনেন। গতকাল রাত্রে তার বাড়ির সামনে দুটো রেখে টোটোর ব্যাটারি তে চার্জ দিয়ে ঘুমুতে যান। সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ির সামনে থেকে টোটো উধাও। বহু খোঁজাখুঁজির পরও টোটো না পাওয়ায় এই মর্মে চাচোল থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন টোটো চালক রঞ্জন দাস। অভিযোগ ঘটনা তদন্ত শুরু করেছে চাচল থানার পুলিশ। পাশাপাশি চুরি যাওয়া টোটো ফিরিয়ে দাও আর আশ্বাস দিয়েছেন চাচল থানার আইসি সুকুমার ঘোষ।