উত্তরাধিকার সুত্রেই জলের সমস্যা পেয়েছি আমরা।আমাদের অভিজ্ঞতা রয়েছে যথেষ্ঠই।বিগত বাম বোর্ডকে একহাত নিয়ে এমনি চরা শুরে জানালেন পুর প্রশাসক গৌতম দেব।

0
372

শিলিগুড়ি:-উত্তরাধিকার সুত্রেই জলের সমস্যা পেয়েছি আমরা।আমাদের অভিজ্ঞতা রয়েছে যথেষ্ঠই।বিগত বাম বোর্ডকে একহাত নিয়ে এমনি চরা শুরে জানালেন পুর প্রশাসক গৌতম দেব।পুরসভায় দায়িত্ব পাওয়া মাত্র ১০২ দিন।যুদ্ধকালীন তৎপরতায় চলছে উন্নয়নের কাজ।বকেয়া কাজ নিয়ে জিরো ব্যালেন্স করতে চান বর্তমান পুর বোর্ড।জানালেন গৌতম দেব।বৃহস্পতিবার পুরকক্ষে অনুষ্ঠিত হল পুর পরিকাঠামো কমিটির বৈঠক।

কমিটির সদস্যদের নিয়ে দির্ঘ বৈঠকে আলোচনা হয় কাজের খতিয়ান নিয়ে।১০২ দিনে কি কাজ করেছে আর কি বা বাকি আছে সমস্থটাই নিয়ে আলোচনা সারেন পুত প্রশাসক গৌতম দেব।তিনি জানান,উন্নয়নের কর্মযোজ্ঞ চলছে পুরসভায়।সমস্থ কাজ শেষ করে জিরো ব্যালেন্সে আনা হবে পুরসভাকে।তবে শহরের লাগাতার জলের সমস্যা,এবং তার দায় বর্তমান পুর বোর্ডের উপর চাপিয়ে লাগাতার আন্দোলন সংগঠিত করে চলছে বাম সংগঠন।

অভিজ্ঞতার অভাব রয়েছে বর্তমান পুর বোর্ডের এমনও অভিযোগ তুলেছে তারা।তবে বামেদের তোলা অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ পুর প্রশাসক গৌতম দেব।তবে জলের স্থায়ী সমাধান সুত্র খুজতে তৎপর হয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here