কোচবিহার:-উচ্চ মাধ্যমিক পাস করানোর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ খোলটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের । কোচবিহার থেকে আলিপুরদুয়ার যাওয়ার খোলটা চেকপোস্ট এলাকায় রাজ্য সড়কের ওপর রাস্তা আটকে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুন্ডিবাড়ী থানা পুলিশ পুলিশ বোঝানোর চেষ্টা করলেও ছাত্রছাত্রীরা অবরোধ খুলতে নারাজ । জানা যায় খোলটা উচ্চ বিদ্যালয় এই বছর ১০৩ জন মধ্যে ২৮ শুধু মাত্র জন পাস করেছে ।৭৫ জন ফেল করেছে । ছাত্র-ছাত্রীদের দাবি কিভাবে পরীক্ষা না হওয়া সত্ত্বেও বিদ্যালয়ের এত জন ছাত্র-ছাত্রী ফেল করলো । শিক্ষা পর্ষদ কিভাবে রেজাল্ট তৈরি করেছে । তাই এদিন খোলটা চেকপোস্ট এলাকায় কোচবিহার থেকে আলিপুরদুয়ার যাওয়ার রাজ্য সড়ক আটকে পথ অবরোধ শামিল হয়েছে ছাত্রছাত্রীরা ।
Home বাংলা উত্তর বাংলা উচ্চ মাধ্যমিক পাস করানোর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ খোলটা উচ্চ বিদ্যালয়ের...