আত্রেয়ীর বুকে বেপরোয়া বালি পাচার! ব্রিজের নীচে প্রশাসনের হানা, উদ্ধার বালি বোঝাই দু’টি নৌকা
বালুরঘাট, ১৮ ডিসেম্বর —– আত্রেয়ী নদীর বুকেই ফের প্রকাশ্যে এল বালি পাচারের ছবি। এবার ঘটনাস্থল পাগলীগঞ্জ ব্রিজের ঠিক নীচে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বালুরঘাট ব্লকের পতিরাম গ্রাম পঞ্চায়েতের পাগলীগঞ্জ পোল্লাপাড়া এলাকায় অভিযান চালাল ভূমি রাজস্ব দপ্তর ও পতিরাম থানার পুলিশ। অভিযানে পাচারকারীরা পালাতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে উদ্ধার হয় দু’টি বালি বোঝাই নৌকা ও একাধিক সরঞ্জাম। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
সরকারি নিয়ম অনুযায়ী যেকোনও ব্রিজের ৫০০ মিটারের মধ্যে বালি খনন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ প্রশাসনের চোখে ধুলো দিয়ে পাগলীগঞ্জ ব্রিজের মাত্র ২০০ মিটার দূরেই দিনের পর দিন অবৈধভাবে বালি তোলা হচ্ছিল বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর পেয়ে ভূমি রাজস্ব আধিকারিকের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। অভিযানের আঁচ পেয়ে পাচারকারীরা নৌকা ফেলে নদীপথে চম্পট দেয়।
ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নৌকা ও সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কারা এই চক্রের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় পঞ্চায়েত সদস্য চন্দন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকার কিছু যুবক এই অবৈধ কারবারে যুক্ত ছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। গোপন খবর পাওয়ার পরই প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। তবে প্রশ্ন উঠছে, ব্রিজের এত কাছাকাছি দীর্ঘদিন ধরে কীভাবে এই বালি পাচার চলছিল? প্রশাসনিক নজরদারি নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।
আত্রেয়ীর পরিবেশ ও নদীভাঙন নিয়ে উদ্বেগের মধ্যেই এই ঘটনা নতুন করে প্রশাসনের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল।


























