রেশনে নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ তুলে রেশন দোকান বিক্ষোভ গ্রাহকদের।

0
37

রেশনে নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ তুলে রেশন দোকান বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার জিরো পানি এলাকায়। গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই নিম্নমানের রেশন সামগ্রী দিতেন মকসুদ আলম নামে ৬১ নম্বর রেশন দোকানের ডিলার। এর আগেও গ্রাহকরা নিম্নমানের রেশন সামগ্রী নিয়ে রেশন ডিলার কে অভিযোগ করলেও গ্রাহকদের কোনও অভিযোগকেই পাত্তা দিতেন ওই রেশন ডিলার। মঙ্গলবার সকালে ফের নিম্নমানের রেশন দিলে গ্রাহকরা ওই রেশন দোকানের সামনে ক্ষোভে ফেটে পড়েন। এবং বিক্ষোভ দেখাতে শুর করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে এবিষয়ে রেশন ডিলারের দাবি কিছু মানুষ তার বিরুদ্ধে রয়েছে তারাই এমন করছেন। এবং যা রেশন সামগ্রী পাচ্ছেন তাই তিনি দিচ্ছেন বলে সাফাই দেন।

বাইট: আনোয়ার আলম গ্রাহক

বাইট: লতিবুল গ্রাহক

বাইট: আফ্রজা গ্রাহক

বাইট: মকসুদ আলম ডিলার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here