টানা বৃষ্টিতে ভাঙতে শুরু করেছে জলদাপাড়ার শিসামারা নদীর বাঁধ। ইতিমধ্যে বাঁধ ভেঙ্গে জল গ্ৰামে প্রবেশ করতে শুরু করেছে। আলিপুরদুয়ার এক নং ব্লকের শালকুমার ১ নং গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় জলদাপাড়ার শিসামারা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হতে বসেছে গোটা এলাকা। গতকাল রাতে ভারী বৃষ্টিতে আজ বাঁধ ভেঙ্গে জলদাপাড়ার জঙ্গল হয়ে লোকালয়ে ঢুকছে জল। আতঙ্কিত গ্রামবাসীরা।