চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে স্কুলের শ্রেণী কক্ষে রেখেই শ্রেণী কক্ষ তালা দিয়ে চলে গেলেন শিক্ষিকারা

0
208

আলিপুরদুয়ার: চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে স্কুলের শ্রেণী কক্ষে রেখেই শ্রেণী কক্ষ তালা দিয়ে চলে গেলেন শিক্ষিকারা এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার বেলা আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের চেপানি ২ নং বি এফ পি স্কুল সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে । দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ছুটিতে ছিলেন। অন্য দুই শিক্ষিকা এবং এক পার্শ্ব শিক্ষিকা স্কুলের দায়িত্ব ছিলেন আজকে। শিক্ষিকারা পার্শ্ব শিক্ষিকাকে স্কুল বন্ধ করার দায়িত্ব দিয়ে চলে যান। পার্শ্বশিক্ষিকা আশালতা সরকার স্কুলে তালা দিয়ে চলে যাওয়ার পর স্কুলের প্রায় ১০০ মিটার দূর থেকে এক ছাত্রের চিৎকার শুনতে পান পথ চলতি মানুষ। স্থানীয় বাসিন্দা এবং পথচলতি মানুষ স্কুলে গিয়ে দেখতে পান এক ছাত্র তালা বদ্ধ অবস্থায় রয়েছে । মুহূর্তের মতো এই খবর চাউর হতেই তা নিয়েও বাসিন্দাদের মধ্যে ভিড় জমে ঘটনাস্থলে ছুটে যান শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। যদি ও কিছুক্ষণের মধ্যে শিক্ষিকারা স্কুলে পৌছে স্কুলের তালা খুলে বের করা হয় চতুর্থ শ্রেণীর ছাত্রকে যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কম করে আধ ঘন্টা ওই ছাত্র তালাবদ্ধ অবস্থায় ছিল। ‌ যদি ও শিক্ষিকা জানান ঐ ছাত্র লুকিয়ে থাকার অভ্যাস আছে এবং পনেরো মিনিটের মধ্যে তার চলে এসে তালা খুলে দেয়।

বাইট: 1 পূর্ণ রায় অভিভাবক
2 আশালতা সরকার শিক্ষিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here