ডেঙ্গু বিজয় অভিযানে এবার নির্মল সাথী, নির্মল বন্ধুদেরও মাঠে নামাচ্ছে বালুরঘাট পৌরসভা

0
129

ডেঙ্গু বিজয় অভিযানে এবার নির্মল সাথী, নির্মল বন্ধুদেরও মাঠে নামাচ্ছে বালুরঘাট পৌরসভা। পৌর এলাকার বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু বিষয়ে সচেতনতা গড়ার কাজ করবে তারা। মূলত ডেঙ্গু রুখতে কি করনীয় কি করণীয় নয় তা তারা সাধারণ মানুষদের সামনে তুলে ধরা হবে। যা নিয়ে সোমবার সূবর্ণতট সভা ভবনে নির্মল সাথী ও নির্মল বন্ধু কর্মীদের সাথে আলোচনা করে পৌরসভা কর্তৃপক্ষ। সভায় উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্র, পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য মহেশ পারাখ ও বিপুল কান্তি ঘোষ প্রমুখ । উল্লেখ্য, বর্তমানে বালুরঘাট পৌরসভার ২৫টি ওয়ার্ডে নির্মল সাথী ও নির্মল বন্ধু মিলিয়ে মোট ১০৮ জন কর্মী কর্মরত। যারা এবার ডেঙ্গু বিজয় অভিযানে মাঠে নামবেন । বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, বিগত বছরগুলির ন্যায় বালুরঘাট পৌরবাসী থাকবে ডেঙ্গু থেকে সেফ জোনে। পৌরসভার হেলথ সেন্টারগুলিতে রক্তের স্যাম্পেল কালেকশনের সুবিধা চালু রয়েছে। যেখানে শহরের বাসিন্দারা খুব সহজেই ডেঙ্গুর পরীক্ষা করাতে পারবেন। পাশাপাশি এদিন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সুডা ও এমএডি মাধ্যমে বালুরঘাট পৌরসভার জন্য ৯ কোটি ৮৪ লক্ষ টাকা বরাদ্দ কথাও জানিয়েছেন চেয়ারম্যান। তিনি বলেন, লালমাটি এলাকায় বালুরঘাট পৌরসভার ভাগাড়ে সিপিইউ ইউনিট, বৃক্ষরোপণ সহ একাধিক কাজের জন্য ফান্ড চলে এসেছে, আগামী দুই এক দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here