অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি পরিবারের চারটি ঘর, ঘটনাস্থলে ফালাকাটা দমকলের একটি ইঞ্জিন

0
164

আলিপুরদুয়ার: অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি পরিবারের চারটি ঘর, ঘটনাস্থলে ফালাকাটা দমকলের একটি ইঞ্জিন l ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চুয়াখোলা এলাকায় l এলাকার বাসিন্দা লক্ষীকান্ত বর্মনের বাড়ির চারটি ঘর এবং ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় l এদিন সকালে হঠাৎ বাড়িতে আগুন দেখে পরিবারের সদস্যরা তারপর চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসীরা এসে আগুন নেভানোর কাজে হাত দেয় এরপর ফালাকাটা দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে l তবে কিসের থেকে আগুন লাগলো সেটা এখনো জানা যায়নি l

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here