রামকৃষ্ণ মিশনের আবাসনের দায়িত্ব হস্তান্তরিত করা হলো মিশনকেই

0
92

শিলিগুড়ি:-

অবশেষে রামকৃষ্ণ মিশনের আবাসনের দায়িত্ব হস্তান্তরিত করা হলো রামকৃষ্ণ মিশনকেই।বুধবার সকালে শিলিগুড়ির সেবক রোডে সেবক আবাসনে ভক্তিনগর থানার পুলিশ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তরিত করে।প্রসঙ্গত শিলিগুড়ির সেবক রোড এলাকায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আবাসন সেবক ভবনে ১৯ তারিখ গভীর রাতে স্থানীয় জমি মাফিয়া প্রদীপ রায় ও তার দলবল হামলা চালায়।ভাঙচুর করা হয় আবাসনে পাশাপাশি সন্ন্যাসীদেরও অপহরণ করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।এই ঘটনায় ১৯ তারিখে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল রামকৃষ্ণ মিশনের তরফে।কিন্তু অভিযোগের পরই আবাসনের গেটে তালা ঝুলিয়ে দেয় পুলিশ।পুলিশের এই ভূমিকা নিয়ে রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।পরবর্তীতে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে ও প্রমান হয় যে এই আশ্রম রাম কৃষ্ণ মিশনেরই।ফলে এদিন এই আবাসন এদিন হস্তান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here