চাকরির পরীক্ষার মতো এবারে ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

0
104

চাকরির পরীক্ষার মতো এবারে ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করল নির্বাচন কমিশন । বিগত কিছু দিনের প্রচার লগ্ন শেষে এদিন সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা নির্বচনী আধিকারিক বিজিন কৃষ্ণা । এদিন বিকেলে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের মিটিং হলে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তালকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক । সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, ২৬ তারিখ সকাল ৭ টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত ভোট গ্রহন পর্ব চলবে । কোথাও কোন সমস্যা হলে মানুষ টোল ফ্রি নম্বর ১৯৫০তে কল করে তাঁদের অভিযোগ জানাতে পারবেন । এছাড়াও ভোটকেন্দ্রের নিরাপত্তার স্বার্থে ১০০ মিটারের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে । জেলা প্রশাসন সূত্রের খবর, এবারে জেলায় ক্রিটিক্যাল বুথের সংখ্যা রয়েছে ২৮৪টি । ইটাহারে রয়েছে ৪০টি বুথ । ভোটারদের নিরাপত্তায় এবারে ৭৩ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে । সাথে ৩ হাজার রাজ্য পুলিশ নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করবে । প্রতি বুথে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিক । এদিন কাঁটা তারের ওপারের ভারতীয় ভূখণ্ডের ১৭৩৭ জন ভোটারের প্রতি বিশেষ নজরের কথাও জানানো হয়েছে সাংবাদিক বৈঠকে । জেলা শাসক জানিয়েছেন, মহিলা পরিচালিত ৩৭টি বুথ থাকছে এবারে । প্রতি বুথেই সিসিটিভি ওয়েব কাস্টিংএর ব্যবস্থা করা হয়েছে । পাশাপাশি ইভিএম সিল করা হবে ২৭ তারিখে সকালে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here