লক্ষ্য সংখ্যালঘু ভোটব্যাঙ্ক! একই দিনে ইটাহার থেকে মনোনয়ন জমা করাতে হাজির দুই সংখ্যালঘু প্রার্থী

0
274

লক্ষ্য সংখ্যালঘু ভোটব্যাঙ্ক! একই দিনে ইটাহার থেকে মনোনয়ন জমা করাতে হাজির দুই সংখ্যালঘু প্রার্থী। দুশ্চিন্তায় ঘাসফুল শিবির

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩ এপ্রিল —— টার্গেট সংখ্যালঘু ভোটব্যাঙ্ক! একইদিনে ইটাহার থেকে মনোনয়ন জমা করাতে হাজির দুই সংখ্যালঘু প্রার্থী। দুশ্চিন্তার ভাজ ঘাসফুল শিবিরে, উচ্ছ্বসিত গেরুয়া শিবির। বুধবার শেষবেলায় ইটাহার থেকে দুই সংখ্যালঘু প্রার্থীর মনোনয়ন জমা করাতে আসাকে ঘিরে যথেষ্টই আলোড়ন ছড়িয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্রে। একই সাথে বেড়েছে ওই কেন্দ্রে ভোট প্রচারের পারদও।

জানা গেছে, এদিন অন্যান্য রাজনৈতিক দলগুলির মনোনয়ন জমার পাশাপাশি শুধুমাত্র ইটাহার বিধানসভা কেন্দ্র থেকেই দুই সংখ্যালঘু প্রার্থী তাদের মনোনয়ন জমা করাতে আসেন। যাদের মধ্যে একজন নির্দল হিসাবে দাঁড়িয়েছেন পেশায় প্রাথমিক শিক্ষক মহ: সারবারদি। অন্যজন হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোজাম্বেল হক। যিনি এবারে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আই এস এফ প্রার্থী হিসেবে চিহ্নিত হয়েছেন। তবে শুধুমাত্র ইটাহার থেকেই ওই দুই শিক্ষিত সংখ্যালঘু মুখকে কেন প্রার্থী করা হল তা নিয়েই শুরু হয়েছে জোর গুঞ্জন। কেননা ইটাহার বিধানসভা কেন্দ্রে ২০১৯ এর লোকসভা ভোটে ২৭,৭৭৭ ভোটে পিছিয়ে ছিলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, ২০২১ এর বিধানসভা নির্বাচনে কার্যত ওই কেন্দ্রে তৃণমূল ঝড়ে ধূলিসাৎ হয়েছিল বিজেপি। প্রায় ৪৪ হাজার ভোটে ইটাহার থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন। লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই যা নিয়ে কার্যত ঘুম উড়েছে গেরুয়া শিবিরের। সংখ্যালঘু ভোটব্যাঙ্কে কিভাবে থাবা বসাবে তা নিয়েও শুরু হয়েছে পর্যালোচনা। এরই মাঝে দুই সংখ্যালঘু প্রার্থী এদিন মনোনয়ন জমা করতে আসায় ক্রমশ জোড়ালো হয়ে উঠেছে সেই গুঞ্জন। যা নিয়ে মুখ খুলেছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থীও।

তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলেন, বিগত নির্বাচনগুলিতে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিয়ে যারা আতঙ্কিত তারাই টাকা পয়সা ঢেলে এসব ষড়যন্ত্র করছে। যার বিরুদ্ধে সংখ্যালঘু মানুষেরা জবাব দেবে। কেননা তারা জানে এদের নমিনেশন দেবার পিছনে কাদের হাত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here