আইন ভেঙ্গে ট্রাক্টর চলছে বালুরঘাটে। চালককে চড় সরকারি কর্মীর । প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ

0
215

আইন ভেঙ্গে ট্রাক্টর চলছে বালুরঘাটে । চালককে চড় সরকারি কর্মীর । প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ বালুরঘাটে । শহরের এয়ারপোর্ট মোড় এলাকায় উত্তেজনা ।

বিনা চালানে নোএন্ট্রি সময়েও দাপাদাপি বালি ভর্তি ট্রাক্টরের । বিএলআরও দপ্তরের কর্মীর বিরুদ্ধে এক ট্রাক্টর চালককে চড় মারার অভিযোগ ঘিরে শোরগোল । প্রতিবাদে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ উত্তেজিত ট্রাক্টর চালকদের । ঘটনায় নিজেদের ক্ষতিপূরণও দাবি করেছেন ট্রাক্টর চালকরা । এদিন বালুরঘাট শহরের এয়ারপোর্ট মোড় এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ঘটনার প্রতিবাদ জানিয়ে হাতে বেলচা নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন চালকরা । বিনা চালানে ট্রাক্টর চালানোয় এদিন বেশকিছু ট্রাক্টর আটক করে দপ্তর । চালকদের দাবী ট্রাক্টর চালানোর সময় মোবাইল দেখার সময় পান না যে কারণেই নোএন্ট্রি বুঝতে তাঁদের অসুবিধা হয় । কিন্তু একজন চালককে কেন চড় মারা হবে তার প্রতিবাদেই তাঁদের আন্দোলন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here