রায়ডাক নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের ঘটনায় সোকের ছায়া উত্তর ধলপল এলাকায়

0
133

রায়ডাক নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের ঘটনায় সোকের ছায়া উত্তর ধলপল এলাকায়। এ ব্যাপারে জানা যায় তুফানগঞ্জ নম্বর ব্লকের ধলপল ১ গ্রাম পঞ্চায়েতের উত্তর ধলপল এলাকায় বন্ধুদের সাথে নদীতে স্নান করতে যায় শাহিনুর আলী নামে ১৫ বছরের এক কিশোর। নদীতে স্নান করতে নামায় শাহিনুর আলী নামে ওই কিশোর হঠাৎ জলে তলিয়ে যায় এরপর দ্রুত তার বাড়িতে গিয়ে খবর দেয় তার বন্ধুরা। খবর পেয়ে তার পরিবারের লোকজন সহ স্থানীয়রা খোঁজাখুঁজি করার পর দীর্ঘ প্রায় এক ঘন্টা পর তাকে জল থেকে উদ্ধার করে! এরপর তাকে দ্রুত তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ধারপল জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here