মর্মান্তিক মোটরবাইক দুর্ঘটনায় ঘটনার বলি হলো দুই যুবক আশঙ্কাজনক আরও দুই বাইক আরোহী

0
3792

বামনগোলা— মর্মান্তিক মোটরবাইক দুর্ঘটনায় ঘটনার বলি হলো দুই যুবক। আশঙ্কাজনক আরও দুই বাইক আরোহী। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে পাকুয়াহাট- বামনগোলা রাজ্য সড়কের মাঝে তিতপুর এলাকায় বাইক দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামনগোলা থানার পুলিশ। দুর্ঘটনা গ্রস্থদের উদ্ধার করে স্থানীয়রা বামনগোলা গ্রামীন হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন।অন্য দুজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।এলাকা সূত্রে জানা গিয়েছে একটি বাইকে তিনজন বিনা হেল মেটে দ্রুত গতিতে পাকুয়াহাট হইতে বামনগোলা যাচ্ছিল অন্যদিকে,একটি বাইক বামনগোলা থেকে পাকুয়াহাট আসছিল সে সময় মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাইকের তিতপুর এলাকায়। এলাকা ও সূত্র পুলিশ জানা গিয়েছে মৃত্যু দুইজনের নাম, অভিজিৎ রায় বয়স (২৯)বাড়ি পাকুয়াহাট এলাকায়,বিমল ব্যাপারি বয়স (৩৭)বাড়ি টিকানা জানা যায়নি।আরো দুইজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য পাঠানো হয় তাদের নাম সুজিৎ রায় বয়স(২৬) বাড়ি দক্ষিণ দিনাজপুর এলাকায়। ডন মন্ডল বয়স(২০)বাড়ি জামতলা এলাকায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here