কোচবিহার:- মেজাজ হারিয়ে নিজেরই এক কর্মীকে চড় মারলেন রাজ্যসভার সাংসদ নগেন্দ্রনাথ রায় উরফে অনন্ত মহারাজ । রীতিমতো সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে । বিষয়টি আবার স্পষ্টও করেছেন । জানা যায় যায় গতকাল মেখলিগঞ্জ মাহকুমার কুচলীবাড়ি এলাকায় কর্মীর বাড়িতে যান সেই ভুল রাস্তায় চলে যায় সেখানে গাড়ি ঘোরানো নিয়ে সমস্যা হয়। সেই সময় মেজাজ হারিয়ে এক কর্মীকে রীতিমত চর মারেন তিনি । তারপর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে । যদিও অনন্ত মহরাজ বলেন, ভুল করলে শাসন তো করতেই হবে ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর মেজাজ হারিয়ে নিজেরই এক কর্মীকে চড় মারলেন রাজ্যসভার সাংসদ নগেন্দ্রনাথ রায় উরফে...