পুজোর মুখে পুরকর তুলতে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান

0
550

পুজোর মুখে পুরকর তুলতে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান, উত্তেজনা শহরে

 পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩০ আগস্ট––– পুজোর মুখে পুরকর তুলতে এলাকায় গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়লেন পুরসভার ভাইস চেয়ারম্যান। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট শহরে। বিগত ৫ বছর বালুরঘাট পুরসভা চালিয়েও বিভিন্ন ওয়ার্ডে বকেয়া পুরকর তুলতে একপ্রকার ব্যর্থ হয়েছে তৃণমূল পরিচালিত পুরবোর্ড। ফলে পুজোর আগে পুরো কর তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে পৌরসভা কর্তৃপক্ষ। এদিন নবগঠিত বোর্ডের ভাইস চেয়ারম্যান পুরকর্মীদের সঙ্গে নিয়ে  শহরের বিভিন্ন ওয়ার্ডে বকেয়া পুরকর আদায় অভিযানে যেতেই বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন তিনি। শুধু তাই নয়, ভাইস চেয়ারম্যানকে পুরকর শোধ না করার ক্ষেত্রে বাসিন্দাদের তরফ থেকে পুরকতৃপক্ষের নানান উদাসীনতা সহ পরিষেবা সঠিক না পাওয়ার নালিশও শুনতে হয়েছে এদিন। পুরসভা সুত্রের খবর অনুযায়ী, শহরের ২৫ টি এলাকার এমন বহু নাগরিক আছে যারা পনেরো বছর থেকে কুড়ি বছর যাবত পৌরসভার কোন ট্যাক্সই প্রদান করে নি। যাদের এর আগেই পৌরসভার পক্ষ থেকে চিঠির মাধ্যমে তাদের জানানো হয়েছে।বহু বছর ধরে বকেয়া রাখা এলাকায় এদিন পৌরসভার ট্যাক্স ডিপার্টমেন্ট গিয়ে ওই সমস্ত পৌর নাগরিকদের অতি দ্রুত পৌর ট্যাক্স পরিশোধ করার কথা বলতেই বিক্ষোভের মধ্যে পড়েন খোদ ভাইস চেয়ারম্যান সহ পুরকর্মীরা।
যদিও ক্ষোভ বিক্ষোভের  কথা মানতে চাননি পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী। ক্যামেরার সামনে এব্যাপারে কিছু বলতেও চাননি তিনি। তিনি শুধু জানিয়েছেন বিগত বহু বছরের পুরকর আদায়ে পুরকর্মীদের নিয়ে তিনি শহরে ঝাপিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here