ফের ভালুকের আতঙ্ক জলপাইগুড়িতে! তবে এবার শহর ছেড়ে চা বাগান এলাকায়।

0
307

জলপাইগুড়ি:- ফের ভালুকের আতঙ্ক জলপাইগুড়িতে! তবে এবার শহর ছেড়ে চা বাগান এলাকায়। সোমবার রাত থেকে ভালুকের আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানে। খবরের প্রকাশ, মঙ্গলবার সকাল থেকে ভালুকের আতঙ্কে বাগানের ২০ নম্বর সেকশন ও আশপাশের এলাকার কাজ বন্ধ রাখে বাগান কর্তৃপক্ষ। এদিন এই এলাকায় ড্রোন ক্যামেরার নজরদারি চালানো হয়। ঘটনাস্থলে জলপাইগুড়ি ও বেলাকোবা বন দফতরের কর্মী, পরিবেশ প্রেমী সংগঠনের সদস্য ও বাগান কর্তৃপক্ষ উপস্থিত হন।সোমবার রাতে বাগানের এক শ্রমিক তথা চৌকিদার এই এলাকায় ভালুক দেখতে পান বলে খবর। পাশাপাশি আরও তিনজন ভালুকের দেখা পান বলে দাবি। এরপরেই আতঙ্ক ছড়ায়। রাতেই খবর পেয়ে ঘটনাকে পৌঁছয় বন দফতর। কিন্তু তল্লাশি করেও ভালুকের দেখা পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল থেকে বাগানে তল্লাশি শুরু করেন বনদফতরের কর্মীরা। ভালুকের আতঙ্কে বাগানের কাজ বন্ধ রাখে বাগান কর্তৃপক্ষ। ভালুকের আতঙ্কে শ্রমিকরা দল বেধে যাতায়াত করছেন। এখবর লেখা পর্যন্ত বনদপ্তরের ওড়ানো ড্রোন থেকে ভালুকের কোন গতিবিধির খবর মেলেনি। তবে ভালুকের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে বনদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here