আগামী দিনে প্রত্যেকটি নার্সিংহোমকে স্বাস্থ্য সাথী কার্ডের মান্যতা দিতে হবে। কোন রোগীকে ফেরানো যাবে না। ওয়েস্টবেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের বিশেষ আলোচনা সভা থেকে এমনই সিদ্ধান্ত উঠে এল।

0
242

জলপাইগুড়ি:- আগামী দিনে প্রত্যেকটি নার্সিংহোমকে স্বাস্থ্য সাথী কার্ডের মান্যতা দিতে হবে। কোন রোগীকে ফেরানো যাবে না। ওয়েস্টবেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের বিশেষ আলোচনা সভা থেকে এমনই সিদ্ধান্ত উঠে এল। সোমবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কনফারেন্স হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিশনের চেয়ারম্যান অসীম কুমার ব্যানার্জি ছাড়াও জেলা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি, জেলাশাসক সহ জেলার বিভিন্ন নার্সিংহোম, ক্লিনিক্যাল প্যাথলজি, টেস্টিং সেন্টারগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে চেয়ারম্যান জানান, কোনো অবস্থাতেই স্বাস্থ্য সাথী কার্ড এর রোগীদের কোনো নার্সিংহোম ফেরাতে পারবে না। অনেক সময় বিভিন্ন অভিযোগ আসে রোগীর পরিবারের পক্ষ থেকে। একাধিক নার্সিংহোম থেকে স্বাস্থ্য সাথী কার্ড এর রোগীদের ফিরিয়ে দেওয়ার নজির সারা রাজ্য জুড়েই কমবেশি রয়েছে। তাই আগামী দিনে কোন রোগীকে যদি নার্সিংহোম কর্তৃপক্ষ ফেরায় তাহলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে কমিশনের পক্ষ থেকে। প্রয়োজনে নার্সিংহোম গুলোর লাইসেন্স পর্যন্ত বাতিল হবে। চেয়ারম্যান আরো জানান, যদি কোনো ক্ষেত্রে স্বাস্থ্য সাথীর টাকা পেতে নার্সিংহোম কর্তৃপক্ষের অসুবিধা হয় সে ক্ষেত্রে তারা কমিশনের সাথে যোগাযোগ করতে পারবে। অন্যদিকে রোগীর পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সরাসরি কমিশনকে জানানো যাবে। অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। কমিশনের সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছেন উপস্থিত বিভিন্ন নার্সিংহোম কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here