পুরসভার ব্যাবহিত গাড়ির কারচুপি কমাতে বসানো হল জিপিএস।কমানো যাবে পুরসভার খরচ।

0
266

শিলিগুড়ি:-পুরসভার ব্যাবহিত গাড়ির কারচুপি কমাতে বসানো হল জিপিএস।কমানো যাবে পুরসভার খরচ।জানালেন পুর প্রশাসক গৌতম দেব।পুরসভার খরচ কমাতে এবার আবর্জনার কাজে ব্যাবহিত গাড়িতে বসানো হল জিপিএস সিস্টেম।শুধু তাই নয় কমানো যাবে গাড়ি নিয়ে কারচুপি।অভিযোগ দির্ঘদিনের।বাম আমলেই গাড়ির তেল বা অন্যান্য আনুসাঙ্গিক বিষয়ের উপর কারচুপির অভিযোগ আনা হয়।এর সমাধান নিয়ে নানান উদ্যগের কথা বলা হলেও বাস্তবায়িত হয়নি কিছুই।

এই গাফিলতির সুযোগ নিয়ে গাড়ির তেল বা অন্যান্য বিষয়ের কারচুপি ছিল লাগাম ছাড়া।তবে এবার আর নয়,কোন রকম কারচুপি বরদাস্থ করবে না বর্তমান শিলিগুড়ি পুরসভার ভারপ্রাপ্ত পুর প্রশাসক বোর্ড।পুরসভার কাজে ব্যাবহিত ৮০টি গাড়িতে বসানো হল GPS সিস্টেম।এখন থেকে পুর সভার এই গাড়ি গুলি কোথায়,কি কাজ করছে তার প্রায় সমস্থটাই ঘরে বসে জানতে পারবে পুরসভা।কমানো যাবে অর্থের অপচয়।মঙ্গলবার জিপিএস সিস্টেমের আনুষ্ঠানিক উদ্ভোধনের পর এমনটাই জানালেন পুর প্রশাসক গৌতম দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here