বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: জলাধারে পড়ে যাওয়া হস্তিশাবককে উদ্ধার করল বনদপ্তর। রবিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের আদমা বিটের অন্তর্গত জলাধারে পড়ে যায় একটি হস্তিশাবক। পরবর্তীতে আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা রেঞ্জের বনকর্মীরা আদমা বিটের জলাধারে পড়ে যাওয়া হস্তি শাবককে উদ্ধার করেন।ওই জলাধার থেকে পানা বনবস্তিতে জল সরবরাহ করা হয়। জলে হাবুডুবু খেতে থাকা ওই শাবককে জলাধারের দেওয়াল ভেঙে উদ্ধার করা হয়।পরবর্তীতে ওই শাবককে দলের সঙ্গে ফেরানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বনকর্তারা।