পথ দূর্ঘনায় গুরুতর আহত হলো তিনজন,ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মালঞ্চা রেললাইনের পাশে।

0
1294

শীতল চক্রবর্তী :-পথ দূর্ঘনায় গুরুতর আহত হলো তিনজন,ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মালঞ্চা রেললাইনের পাশে।
জানা গিয়েছে, তপন থানার মালঞ্চা রেল লাইনের পাশে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের তিনজন যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন এক অটো চালক।অটো চালকের অনুমান,বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন বাইক আরোহীরা।গুরুতর রক্তাত্ব অবস্থায় ওই তিনজনকে আশঙ্কা জনক ভাবে
ঘটনার স্থল থেকে উদ্ধার করে অটো চালক তরঘরি আহতদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে।
বর্তমানে ওই তিনজনের চিকিৎসা চলছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।এখনও পযন্ত আহতদের নাম পরিচয় জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here