BSNL এর কর্মী সেজে BSNL টাওয়ারে চুরি করতে এসে ধরা পড়ল দুই যুবক

0
270

গোয়ালপোখর

BSNL এর কর্মী সেজে BSNL টাওয়ারে চুরি করতে এসে ধরা পড়ল দুই যুবক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার মালকুন্ডা এলাকায়। অভিযুক্ত যুবকদের আটকে রাখে গ্রামবাসীরা। রাতে খবর পেয়ে গোয়ালপোখর থানার পুলিশ ওই দুই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্হানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই যুবকের বাড়ি রায়গঞ্জে। এদিন দুপুরে BSNL এর কর্মী সেজে টাওয়ারে জিনিসপত্র খুলতে শুরু করে। এরপর যারা ওই BSNL টাওয়ার কাজের বকেয়া টাকা কথা বলতে গেলে ওই দুই যুবকের কথায় অসঙ্গতি দেখা গেলে আসল ঘটনাটি সামনে আসে। এরপর গ্রামবাসীরা ওই যুবককে আটকে রাখে। এরপর রাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। যদিও অভিযুক্তের দাবি তারা ভাঙড়ী কিনতে এসে ছিলেন। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বাইট: জিয়াউল হক টাওয়ারের জমি মালিক

বাইট: আব্দুল ওহাব গ্রামবাসী

বাইট: অভিযুক্ত যুবক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here