দোকানের সামনে টিন কেটে দোকানের জিনিস চুরি যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার থানার অন্তর্গত ভক্তিপুর এলাকায়।
মঙ্গলবার রাতে বংশীহারী থানার অন্তর্গত ভক্তিপুর এলাকার স্নেহা জেরক্স সেন্টার এর দোকানের সামনের টিন কেটে দোকানের সমস্ত জিনিস চুরি হয়ে যায়। বুধবার সকালে পাশের দোকানদার দোকান খুলতে আসলে দেখতে পায় জেরক্স এর দোকান টি সামনের দিকে তিন কাটা। দোকান খুলে দেখতে পায় দোকানের ভিতর কম্পিউটার প্রিন্টার জেরক্স মেশিন পত্র প্রায় 90 হাজার টাকার জিনিস পত্র চুরি করে নিয়ে গেছে চোর। বংশীহারী থানা এলাকায় এরকম চুরির ঘটনা প্রায়ই ঘটে চলেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই আতঙ্ক রয়েছে কখন কার কি চুরি হয় বলে।
এ বিষয়ে দোকান মালিকের ভাই সেলিম মিয়া জানিয়েছেন গতকাল রাত্রে দোকানের সামনে টিন কেটে দোকানের সমস্ত জিনিস চুরি করে নিয়ে গেছে। প্রায় 90 হাজার টাকার জিনিস চুরি করেছে। আমরা চাই এই সমস্যার সমাধান হোক চোর ধরা পড়ুক।