জলপাইগুড়ি:- পথশ্রী প্রকল্পে পিচের রাস্তার কাজ শুরু হল বুধবার জলপাইগুড়ির বাবুপাড়ায়। দীর্ঘদিন বালি ও পাথর তোলার ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকায় কাজ কিছুটা বন্ধ রাখতে হয়েছিল। কিন্তু এখন সে সমস্যা মুক্ত হয়েছে বলে জানালেন পুরসভার ভাইস-চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এদিন বাবুপাড়ার রাস্তাটির কাজ শুরু হয়েছে। এটি মোট 34 লক্ষ টাকার কাজ। পথশ্রী প্রকল্পে শহরে আঠারোটি রাস্তা হওয়ার কথা রয়েছে। তার মধ্যে কালীপুজোর আগেই পাঁচটি রাস্তার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি। জনগণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হতে চলছে। পাশাপাশি এই এলাকায় কালভার্টের কাজও শেষ হয়েছে বলে জানিয়েছেন সৈকত বাবু।