গঙ্গারামপুরের কালদিঘির পদাতিক ক্লাব খুঁটি পূজার মধ্য দিয়ে শ্যামা পূজার কাজের সূচনা হল, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে এবার তাদের শ্যামা পূজোতে থাকছে আকর্ষণীয় চমক

0
462

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 24 নভেম্বর দক্ষিণ দিনাজপুর:-শ্যামাপুজোতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে গঙ্গারামপুর এর একটি নামকরা ক্লাব পুজোর আয়োজন করে থাকে।যা এই ক্লাবের বৈশিষ্ট্য দক্ষিণ দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গের মধ্যে খ্যাতি ছড়িয়ে রয়েছে বহুদিন ধরেই।গঙ্গারামপুর পৌরসভার শেষ লগ্নে অবস্থিত কালদিঘি পদাতিক ক্লাবের শ্যামা পূজোতে প্রতি বছরই কোনো না কোনো আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকেই তাদের পুজোতে।তাই কোভিদ বিধির মধ্যে মানুষজনকে বেশি করে আরও সচেতন করার পাশাপাশি প্রতিমা ,আলোকসজ্জা থেকে শুরু করে এবারের শ্যামা পুজোতে বিভিন্ন ধরনের থিমকে সাজিয়ে তুলে ক্লাব কর্তৃপক্ষ এবারে তারা উল্লেখযোগ্য শ্যামাপূজা উপহার দিতে চলেছেন গঙ্গারামপুর তথা জেলাবাসীকে। পুজো নিয়ে থাকবে বিভিন্ন অনুষ্ঠানও।এবারও তাদের পুজো হবে জেলার সেরা আশাবাদী ক্লাব কর্তপক্ষ।

গঙ্গারামপুর এর কলদিঘী পদাতিক ক্লাবের এবারের শ্যামা পূজা ৪৬বছরে পা দিয়েছে।প্রতি বছরই গঙ্গারামপুর এর মধ্যে শ্যামাতে পুজো দর্শনার্থীদের কাছে সারা জাগানো পুজো করে থাকে তারা।বিগত পুজো গুলিতে তারা বিভিন্ন ধরনের থিম তুলে ধরে সকলকে আনন্দে দিয়েছিল। এবছরও শ্যামা পুজোতে কালদিঘি পদাতিক ক্লাব থারমোকল দিয়ে তৈরি মালদার শিল্পী কাল্পনিক মন্দির তৈরি করছেন।শ্যামা প্রতিমাতে থাকছে ডাকের সাজ। চন্দননগরে আলোকসজ্জাতে শ্যামামাকে সাজিয়ে তুলবেন সেখানকার মৃৎশিল্পী। আলোকসজ্জায় থাকছে চন্দননগরের শিল্পীরা। কোভিদ বিধির মধ্যে মানুষজনকে সচেতন করতে থাকবে বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রচারও। পূজনীয় থাকবে বিশেষ অনুষ্ঠান। মন্ত্র উচ্চারণ ও উলুধ্বনি মধ্য দিয়ে খুঁটি পূজার সূচনা করেন ক্লাবের সম্পাদক আনন্দ দাস , ক্লাবের সভাপতি সংখ্যালঘু সামসুদ্দিন আহমেদ, ক্লাব সদস্য সুকান্ত সরকার ,সরজিৎ সরকার, অচিন্ত সরকার, টগর মন্ডল,সুরজিৎ, বিজয় রায়,সহ বহু ক্লাবের সদস্যরা।


ক্লাবের সম্পাদক আনন্দ দাস জানিয়েছেন, শ্যামা পূজার মধ্য দিয়ে আমাদের ক্লাব মানুষজনকে অন্যভাবে আনন্দ দিয়ে থাকি আমরা।এবছর কোভিদ বিধি মানুষজনকে সচেতন করার পাশাপাশি সকলেই যেন পুজো আনন্দ উপভোগ করতে পারে তার জন্য সমস্ত ধরনের কোভিদ বিধির প্রচারও রাখা হবে পুজো প্যান্ডেলের সমানে। হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষজন মিলিতভাবে আমরা পূজা পালন করে থাকি।


ক্লাবের সভাপতি সংখ্যালঘু সামসুদ্দিন আহমেদ জানিয়েছেন, আমাদের ক্লাবের এই পুজো আমাদের উভয় সম্প্রদায়ের একটি মিলিত পুজো।সকলে আনন্দ উপভোগ করে থাকি আমরা।তাই মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ।


মালদার প্যান্ডেল শিল্পী নিমাই সাহা জানিয়েছেন, আমাদের কারুকার্য আশা করি সকলের কাছে ভালো লাগবে। সেই ভাবেই প্যান্ডেলের কাজ শুরু করা হয়েছে হলো।


এবছর কালদিঘি পদাতিক ক্লাব জেলার মধ্যে সেরা শ্যামা পূজার উপহার দিতে চলেছে সে ব্যাপারে বলার অবকাশ রাখে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here