গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন আত্মীয় পরিজনেরা, করা হলো পথ অবরোধও ।করা হয় বিভিন্ন প্রাইভেট প্র্যাকটিস এর জায়গাতেও বিক্ষোভও।পুলিশি হস্তক্ষেপে মিটিল সমস্যা, থানায় লিখিত অভিযোগ দায়ের।

0
498

শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর ,22 অক্টোবর ,দক্ষিণ দিনাজপুর:-বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে আন্দোলনে নামল এলাকাবাসীরা। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে এমনই অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন বহু বাসিন্দারা। গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের সামনে কালদীঘিতে করা হয় গঙ্গারামপুর বালুরঘাট অবরোধও। উত্তেজিত মৃতের আত্মীয়-স্বজন ও এলাকাবাসীরা ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার দাবিতে বিভিন্ন দোকানে গিয়েও বিক্ষোভ দেখান। পরে গঙ্গারামপুর থানা থেকে বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি আয়ত্তে আনে। মৃতের পরিবারের তরফে হাসপাতালের চিকিৎসকের নামে অভিযোগ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। ঘটনায় হাসপাতালে চিকিৎসকের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীরাও। যদিও হাসপাতাল ও জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক এর তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।এমন ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে। ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে।


মৃতের পরিবার সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে পেটের ব্যথা নিয়ে গঙ্গারামপুর থানার কালদিঘি আশ্বিন পাড়া এলাকার বাসিন্দা জীবন কুমার রাহা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অভিযোগ চিকিৎসক লাকডা বাবুর মাধ্যমে তিনি ভর্তি হন। কিন্তু সারারাত চলে গেলেও তাকে দেখতে পর্যন্ত যাননি বলে অভিযোগ মৃতের পরিবারের লোকজনদের।এদিন সকালে ওই চিকিৎসক তাঁকে না দেখেই অপর চিকিৎসক বিজেস সাহা তাকে দেখার জন্য রেফার করে দেন। অভিযোগ মৃতের পরিবারের লোকজনদের, বিজেস বাবুকে ইমারজেন্সি বিভাগ থেকে বহুবার ওই অসুস্থ ব্যক্তিকে দেখার কথা বললেও তিনি দেখেননি। ফলে দুই চিকিৎসক এর দাবি চিকিৎসায় গাফিলতির কারণেই তাদের পরিবারের সদস্যের মৃত্যুর অভিযোগ তোলে আন্দোলনের নামে মৃতের আত্মীয় এলাকাবাসীরা।শুক্রবার বেলা বারোটা নাগাদ গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে কালদিঘি সামনে বিক্ষোভে সামিল হন বহু মানুষজন। এর পরেই হাতে তীর-ধনুক নিয়ে রাস্তা অবরোধ শুরু করে এলাকার ক্ষুব্দ এলাকাবাসীর বাসিন্দারা। তারা চিকিৎসকদের ওই অবৈধভাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের দাবি তুলে যে সমস্ত জায়গায় তারা প্রাইভেট প্র্যাকটিস করেন সেখানেও বিক্ষোভ দেখান।


মৃত রোগীর আত্মীয় অভিযোগ করে বলেন চিকিৎসকেরা শুধু বাড়তি রোজগারের জন্য প্রাইভেট প্র্যাকটিস করে যাচ্ছে। ফলে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু ঘটনা নিয়েই আমরা আন্দোলনের নেমেছি। হাসপাতালে ও থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে ।দোষী দুই ডাক্তারের কঠোর শাস্তি দাবি জানিয়ে।


মৃতের দুই এলাকাবাসীরা চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ করে জানিয়েছেন, এদের শুধু টাকা টাকা। পাইভেট প্র্যাকটিস করে মোটা রোজগারের কারণেই হাসপাতলে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা না করার ফলে তারা মারা যাচ্ছেন। তাই তাদের কঠোর শাস্তির দাবী জানাই।


এমন ঘটনা খবর পাওয়ার পরে গঙ্গারামপুর থানা থেকে বিরাট পুলিশবাহিনী ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 30 মিনিট পথ অবরোধ চলার পর বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
যদিও হাসপাতালের সুপার ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, চিকিৎসা ঠিকঠাকই করা হয়েছিল যে অভিযোগ করা হচ্ছে সেটা ঠিক নয়।


যদিও গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকদের বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু নতুন নয়।কেন এই সমস্যা তৈরী হচ্ছে চিকিৎসকদের জন্যই, সাধারণ মানুষজনদের মৃত্যুর মুখে ঢলে পড়তে হচ্ছে সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে গঙ্গারামপুর শহর জেলা জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here