কোচবিহার :- সোমবারের পর মঙ্গলবার বিজেপি প্রার্থীর প্রচারে বাধা তৃণমূল কংগ্রেসের । দিনহাটা বিধানসভার নয়ার হাট এলাকায় মঙ্গলবার সকালে নির্বাচনী প্রচারে জান বিজেপি প্রার্থী অশোক মন্ডল সহ বিজেপির 4 জন বিধায়ক। প্রচারের সময় তাদের বাধা দেওয়া হয় । বিজেপি প্রার্থী কে ঘিরে গো ব্যাক স্লোগান থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ স্লোগান দেওয়া হয় । পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায় বিজেপি প্রার্থী সঙ্গে বচসা পাশাপাশি তাকে ধাক্কা ধাক্কি পর্যন্ত করা হয় বলে অভিযোগ । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে । পুলিশের সামনেই সমস্ত ঘটনা হয়েছে বলে বিজেপির অভিযোগ । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ।