পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৯ অক্টোবর— এক শিশুকন্যাকে বাড়িতে আটকে রেখে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্তকে বেঁধে রেখে গণধোলাই উত্তেজিত বাসিন্দাদের। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার কামারপাড়া এলাকার। ঘটনার খবর পেয়েই বালুরঘাট থানার পুলিশ পৌঁছে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম মনিন্দ্র নাথ বর্মন। পেশায় ভুটভুটি চালক ওই ব্যক্তির দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকা শিশু কন্যার মা ও বাবা। ঘটনা নিয়ে প্রতিবেশীরাও ক্ষোভে ফুঁসছেন ওই অভিযুক্তের উপর।

পুলিশ ও স্থানীয় সুত্রের খবর, কামারপাড়া এলাকার বাসিন্দা ওই শিশুকন্যার বাবা চা বিক্রি করেই সংসার চালান। শুক্রবার দুপুরে প্রতিবেশী ওই অভিযুক্তের বাড়িতে তার মেয়ের সাথে খেলতে গিয়ে দু’টাকার একটা কয়েন ছেড়ে এসেছিল ওই শিশুটি। পরে ওই কয়েন নিতে গেলে অভিযুক্ত তাকে আটকে মোবাইলে থাকা অশ্লীল ছবি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। যা জানাজানি হতেই অভিযুক্তকে ধরে গণধোলাই দেয় স্থানীয়রা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
শিশুকন্যার মা ও বাবা জানিয়েছেন, অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড চাই। এমন ঘটনা যাতে আর না ঘটে সে ব্যবস্থা করতে হবে প্রশাসনকে।

প্রতিবেশী উজ্জল সরকার ও শীতল সরকাররা জানিয়েছেন, মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। প্রশাসন অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে এটাই আশা রাখেন।