শিলিগুড়িঃ-ফের লক্ষাধিক টাকার গাজা উদ্ধার শিলিগুড়িতে।বৃহস্পতিবার রাতে প্রধাননগর থানার সাদা পোষাকের পুলিশের তৎপরতায় ৬কেজি ৬০০গ্রাম গাঁজা সহ আটক এক ব্যক্তি।ধৃতের নাম শুশান্ত সরকার,কোচবিহার মাথাভাঙার বাসিন্দা বলে পুলিশ সুত্রে জানা গেছে।এদিন রাতে শিলিগুড়ি জংশন ষ্টেশনের বাসস্টান্ড ধৃতকে ইতস্তত ঘোরাফেরা করতে দেখে ট্রাফিক পুলিশ।এরপর তাদের সন্দেহ হওয়ায় তাকে আটক করে প্রধাননগর থানার সাদা পোষাকের পুলিশের হাতে তুলে দেয়।পুলিশ তাকে তল্লাশি করে তার কাছ থেকে গাজা উদ্ধার করে।ধৃতের বিরুদ্ধে এনডিপিসি ধারায় অভিযোগ দায়ের করে শুক্রবার তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।
Home বাংলা উত্তর বাংলা ফের লক্ষাধিক টাকার গাজা উদ্ধার শিলিগুড়িতে।বৃহস্পতিবার রাতে প্রধাননগর থানার সাদা পোষাকের পুলিশের...