পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৭ অক্টোবর— তৃণমূলের নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেই রাজ্যের উন্নয়ন ইশুতে পাশে থাকবে বিজেপি। বিধায়ক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নেওয়ার আগে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার বালুরঘাটে সাংবাদিকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন বিজেপি সাংসদ। তিনি বলেন বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে শুভেচ্ছা জানান। তিনি আশা রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কাজ করবে মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। তবে তৃণমূলের হয়ে কাজ করলে ছেড়ে কথা বলবেনা বিজেপি। সবার আগে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনও করবেন তারা।
করোনা কালে সাধারণ মানুষের পাশে দাড়িয়ে প্রধানমন্ত্রীর ভূমিকায় ধন্যবাদ জ্ঞাপন করেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন সকালে বালুরঘাটের খাদিমপুর এলাকায় নিজের বুথে পোস্টকার্ড বিতরণ কর্মসূচি পালন করা হয় বিজেপির তরফে। কর্মী সমর্থকদের সাথে বসে পোস্টকার্ড লিখে তা ডাকবাক্সেও পোষ্ট করেন তিনি। রাজ্যজুরে ৭৮ হাজার বুথে একযোগে এই কর্মসূচি পালন করছে বিজেপি।
বিজেপি সংসদ তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, উন্নয়নের পক্ষে সব সময় কাজ করবেন তিনি। মুখ্যমন্ত্রী যাতে পশ্চিমবঙ্গের হয়ে কাজ করেন সেই আশা রাখবেন।