শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৬অক্টোবর দক্ষিণ দিনাজপুর:-গত বিধানসভা ভোট চলাকালিন সংঘর্ষে বিজেপি বুথ সভাপতি মৃত্যুর ঘটনায় দলের তরফে পরিবারের লোকজনদের হাতে ৫লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল দলের তরফে।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১১নম্বর ওয়ার্ডের পুরাতন গঙ্গারামপুর এলাকায় মৃত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে বুধবার দুপুরে বিজেপির রাজ্যে সভাপতি তথা জেলার সাংসদ সহ একাধিক নেতৃত্বদের সঙ্গে নিয়ে গিয়ে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় মৃতের পরিবারের লোকজনদের হাতে। এমন সহযোগীতা পেয়ে খুশি হয়ে রাজ্য সভাপতির কাছে মৃত বিজেপি বুথ সভাপতির স্ত্রী আরো কিছু দাবি জানিয়েছেন। রাজ্য সভাপতি তথা জেলার সাংসদ জানিয়েছেন, আমরা দলের তরফে পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।পরিবারের তরফেও দাবি জানানো হয়েছে স্টো যথা সময়ে দেখা হবে।

গত বিধানসভা নির্বাচনে ভোট শেষ হবার পরের দিন বাড়ি থেকে গঙ্গারামপুর পৌরসভার ১১নম্বর ওয়ার্ডের পুরাতন গঙ্গারামপুর এলাকার বিজেপির বুথ সভাপতি মনবেশ দাসকে বেশ কয়েকজন বাড়ি থেকে ঢেকে নিয়ে যায়।এর পরেই সেখানেই একটি সংঘর্ষের ঘটনা ঘটে।সেই ঘটনায় গুরুতরভাবে আহত হয় বিজেপির বুধ সভাপতি মানবেশ দাসাগুরুতর আহত অবস্থায় প্রথম গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ও পরে তাঁকে মলদাতে নিয়ে যাওয়া হয়।এর পরেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় মৃত বিজেপির বুথ সভাপতির পরিবারের তরফে থানায় খুনের অভিযোগ জানানো হয়।সেই মামলায় বেশ কয়েকজন জেল হেফাজতে রয়েছে। ঘটনাটি নিয়ে সেই সময় শুরু হয়েছিল এলাকায় চরম উত্তেজনা।

বুধবার দুপুরে মৃত মনবেশ দাসের বাড়িতে ছুটে যান বিজেপির রাজ্যে সভাপতি তথা জেলার বিজেপির সাংসদ ড- সুকান্ত মজুমদার, তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন, তপন ও গঙ্গারামপুরের বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বুধরাই টুডু,বিজেপি নেতা গৌতম চক্রবর্তী, শুভেন্দু সরকার, বাপি সাহা, বিজেপির গঙ্গারামপুর টাউন মন্ডলের সভাপতি মনিরত্ন সাহা ,বিজেপির টাউন মন্ডলের অন্যতম নেতা অশোক বর্ধন,গৌতম পাল, বিশ্বজিৎ সরকার সহ আরো অনেকেই।বাড়িতে বিজেপি নেতারা পৌছানোর পরে মৃত দলের বুথ সভাপতির উদ্দেশ্যে একমিনিট শোক যাপন করেন।পরে তাঁর ছবিতে মাল্যদান করেন উপস্থিত বিজেপির রাজ্যে সভাপতি সহ একাধিক নেতৃত্বরা।রাজ্যে সভাপতি তথা জেলার সাংসদ ডঃ- সুকান্ত মজুমদার মৃতের বাড়ির লোকজনদের শান্তনাদেন।পরে তিনি সহ উপস্থিত বিজেপির বিধায়ক থেকে বাকি নেতাদের সঙ্গে নিয়ে মৃতের পরিবারের লোকজনদের হাতে ৫লক্ষ টাকার চেক তুলে দেন।
এমন সহযোগীতা পেয়ে খুশি হয়ে রাজ্য সভাপতির কাছে মৃত বিজেপি বুথ সভাপতির স্ত্রী রেবা দাস জানান, এবার কিছুটা হলেও আমার পরিবারে উপকারে লাগবে।ছেলের একটা স্থায়ী কাজের দাবি জানান তিনি৷

বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ ডঃ-সুকান্ত মজুমদার জানিয়েছেন, আমরা দলের তরফে ওই পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি। পরিবারের তরফেও দাবি জানানো হয়েছে, সেটা যথা সময়ে দেখা হবে।
দলের মৃত কর্মীর পাশে বিজেপির রাজ্যে সভাপতি দলীয় নেতৃত্বদের নিয়ে এসে এভাবে সহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় সকলেই সাধুবাদ জানিয়েছেন।