প্রাচীন মুর্তি সংরক্ষণে বালুরঘাটে মিউজিয়াম উদ্বোধন করলো জেলা পুলিশ, পুজোর মুখে ছাত্র ছাত্রীদের স্মার্টফোন বিলি পুলিশের

0
308

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৬ অক্টোবর–––  জেলার বিভিন্ন প্রান্তে উদ্ধার হওয়া প্রাচীন মুর্তি সংরক্ষণে  মিউজিয়াম উদ্বোধন হল বালুরঘাটে । দক্ষিন দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগেই সংরক্ষিত হয় বহুপ্রাচীন সেই মুর্তিগুলি। বুধবার উত্তর বঙ্গের আইজি প্রবীণ কুমার ত্রিপাঠির হাত ধরে জেলা পুলিশ সুপারের অফিসেই মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। যেখানে উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, জেলা পুলিশ সুপার রাহুল দে সহ জেলার পদস্থ পুলিশ অফিসাররা । উল্লেখ্য, বিভিন্ন সময় জেলার একাধিক প্রান্ত থেকে বহুপ্রাচীন ও মুল্যবান মুর্তিগুলি উদ্ধার করে পুলিশ। যেগুলি উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে জেলার বিভিন্ন থানায় একপ্রকার অবহেলার মধ্যেই পড়ে থাকত। বিষয়টি উপলব্ধি করেই এমন উদ্যোগ নেন দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ সুপার রাহুল দে। তিনি বলেন, বহুমুল্যবান প্রাচীন সেই মুর্তিগুলিকে রক্ষা করতেই এমন উদ্যোগ। 


এদিন বালুরঘাটের বালুছায়া সরকারি ভবনে “পড়াশুনা চলতে থাক” ভাবনাকে সামনে রেখে পুজোর মুখে মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে স্মার্ট ফোন বিলি করে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ । বুধবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ৯৯ জন ছাত্রছাত্রীর হাতে স্মার্টফোন তুলে দেওয়া হয়েছে । এছাড়াও ২ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রকে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।  নর্থ বেঙ্গল আইজি ও ডিআইজির উপস্থিতিতেই চলে এই অনুষ্ঠান । 


জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, ছাত্রছাত্রীদের সুবিধার্থে এমন উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here