পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৬ অক্টোবর––– বার্ষিক সভা উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করল লায়ন্স ক্লাব । বুধবার বালুরঘাটের নাট্যতীর্থে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে কয়েকশো দুঃস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে । এদিন ওই সভা মঞ্চে বিগত বছরের সভাপতি চঞ্চল সাহাকেই ফের পুনর্নির্বাচন করা হয়েছে । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারপার্সন শৈবাল রায় এবং প্রধান অতিথি শঙ্কর দাস ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান শেখর দাসগুপ্ত।

লাইন্স ক্লাবের তরফে শঙ্কর দাস বলেন, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ায় তাদের মুল লক্ষ্য। সারাবছর লাইন্স ক্লাব নানা সামাজিক কাজের সাথে যুক্ত থাকে। এদিন সাংগঠনিক বিষয় আলোকপাতের পাশাপাশি পুজোর মুখে কয়েকশো গরীব মানুষের পাশে দাড়িয়ে তাদের বস্ত্র তুলে দিতে পেরেছেন।