মহালয়ার পুন্ন তিথিতে জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ির দুর্গা প্রতিমার চক্ষুদান সম্পন্ন হচ্ছে বুধবার।

0
382

জলপাইগুড়ি:- মহালয়ার পুন্ন তিথিতে জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ির দুর্গা প্রতিমার চক্ষুদান সম্পন্ন হচ্ছে বুধবার। পাশাপাশি দেবী মৃন্ময়ীর চক্ষুদানও করা হচ্ছে এদিন। রাজবাড়ী বৈকুন্ঠপুরের ঐতিহ্যশালী দুর্গা পুজো এবছর ৫১২ বছরে পদার্পণ করছে। এ বিষয়ে রাজপুরোহিত শিবু ঘোষাল বলেন, পরম্পরায় দীর্ঘ কয়েক দশক ধরে এভাবেই পুজো হয়ে আসছে জলপাইগুড়ি বৈকন্ঠপুর রাজবাড়ীতে। মহালয়ার তর্পণ করছেন রাজপরিবারের সদস্য প্রণত বসু। এবছরও করোনাবিধির কারণে মন্দির চত্বর ব্যারিকেড করে রাখা হচ্ছে। তবে ভক্ত ও দর্শনার্থীরা বাইরে থেকেই মাকে দর্শন করতে পারবেন। পুজো ও অঞ্জলি দিতে পারবেন নিরাপদ দূর থেকে বলে জানিয়েছেন রাজপুরোহিত শিবু ঘোষাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here