হরিরামপুর ব্লকের শীরসী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের বিরুদ্ধে অবৈধভাবে পুকুর টেন্ডার দেওয়ার অভিযোগ তোলে বিডিও অফিসে বিক্ষোভ দেখল আদিবাসীরা-অভিযোগ অস্বীকার প্রধানের, খতিয়ে দেখার আশ্বাস বিডিওর ,তদন্তে পুলিশ প্রশাসন

0
615

শীতল চক্রবর্তী হরিরামপুর ৩০ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:-তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েত এলাকার অবৈধভাবে বেশিরভাগ পুকুর টেন্ডার দেওয়ার অভিযোগ তুলে এলাকার বহু আদিবাসী মানুষজনের বিডিও অফিসের বিক্ষোভ দেখালেন। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বিডিও অফিসের।ওই ব্লকের শীরসী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে বহু আদিবাসী মানুষজন আন্দোলন শুরু করে।তাদের অবৈধ টেন্ডার বাতিল না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে।যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধান অবশ্য জানিয়েছেন সমস্ত নিয়ম মেনেই টেন্ডার করা হয়েছে। পরে পুলিশ এসে সকলকে সেখান থেকে সবাইকে বুঝিয়ে থানায় নিয়ে যায়।এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকা জুড়ে।


হরিরামপুর ব্লকের শীরসী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রয়েছেন এলাকার বহু বিতর্কিত তৃণমূলের সক্রিয় কর্মী নকুল সরকারের স্ত্রী অনিমা সরকার। ইতিমধ্যেই এই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অবৈধভাবে টেন্ডার করার অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীরা আন্দোলনে নেমেছিল।ফের আরো একবার পুকুর টেন্ডার এর ঘটনা নিয়ে সেই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বড়োসড়ো আন্দোলনে নামল শীরসী গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকশো আদিবাসী মানুষজন। এলাকা গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েতের প্রধান তার স্বামী নকুল সরকারের ইচ্ছামত এই সমস্ত অন্যায় কাজগুলো করে যাচ্ছে।যারা এতদিন ধরে চাষ করতো।সেই সমস্ত আদিবাসীদের বাদ দিয়ে অতিরক্ত টাকা-পয়সার জন্য অন্য কাউকে সেই পুকুরের লিজ দিয়ে তাদেরকে বঞ্চিত করছে।সেই কারনেই এমন আন্দোলনে নামা হয়েছে।


শীরসী গ্রাম পঞ্চায়েত এলাকার দুই আদিবাসীর আন্দোলনকারীরা পঞ্চায়েতে তৃণমূল প্রধান ও তার স্বামী নকুল সরকারের বিরুদ্ধে অভিযোগ করে জানিয়েছেন, বারবার আমাদেরকেই বঞ্চিত করা হয়েছে প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে।সেই কারণেই এমন আন্দোলনে নামা হয়েছে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে।


হরিরামপুর ব্লকের বিডিও পূজা দেবনাথ জানিয়েছেন, বিষয়টি শুনেছি। আদিবাসী মানুষজনেতা কিছু দাবি জানিয়েছে সেটা দেখা হচ্ছে।


শীরসী গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা সরকার জানিয়েছেন, নিয়ম মেনেই পঞ্চায়েতের পুকুরের টেন্ডার দেওয়া হয়েছে। আমাদের বিরুদ্ধে ঠিক অভিযোগ করছে না তারা।


হরিরামপুর ব্লকের বিডিও অফিসের সামনে আদিবাসীদের এমন বিক্ষোভের খবর পেয়ে সেখানে ছুটে আসে হরিরামপুর থানার আইসি বিশ্বজিৎ ঘোষ সহ বিরাট পুলিশ বাহিনী। পরে তাদের বুঝিয়ে বিশ্বজিৎ বাবু তাদের থানায় নিয়ে যায়।


হরিরামপুরবাসীর অভিমত, কেনই বা নকুল সরকার ও তার স্ত্রী মাধ্যমে পরিচালিত শীরসী পঞ্চায়েতের নামে এত ভুরিভুরি অভিযোগ ওঠছে। তাহলে কি এর সঙ্গে ডাল মে কুচ কালা হে কোন রহস্য রয়েছে।এমন ঘটনায় জড়িয়ে রয়েছে সেই প্রশ্ন উঁকি মারছে ব্লক জুড়ে।


এমন ঘোষণায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here