স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, ঘটনায় চাঞ্চল্য বোর্ডিং পাড়া সংলগ্ন রামকৃষ্ণ পাঠাগার এলাকায়।

0
686

কোচবিহার:-স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, ঘটনায় চাঞ্চল্য বোর্ডিং পাড়া সংলগ্ন রামকৃষ্ণ পাঠাগার এলাকায়। জানা যায়, বিপুল মোদকের সাথে দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছে তার স্ত্রীর টগরি মোদকের। বুধবার দিনভর চলে সেই অশান্তি। এর পরেই বৃহস্পতিবার সকালে ঘরে ঘুমাচ্ছিলেন টগরি মোদক সেই সময় তার স্বামী বিপুল মোদক এসে ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করে। বাধা দিতে গেলে স্ত্রীর হাতের আঙ্গুল কেটে দেয়। পরে তড়িঘড়ি ঘটনাস্থলে ছেড়ে পালিয়ে যায় তার স্বামী বিপুল মোদক । পরবর্তীতে তাদের কন্যা সন্তান চিৎকার করলে স্থানীয় এলাকার বাসিন্দারা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় টগরি মোদককে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে কোচবিহারে স্থানান্তরিত করে। তাকে কোচবিহার শহর সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ছুটে যান দিনহাটার পৌরসভার উপ পৌর প্রশাসক শুভময় চক্রবর্তী। সেখানে গিয়ে তিনি স্থানীয় এলাকার বাসিন্দাদের সাথে কথা বলার পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন বলে জানা যায় এবং ওই মহিলার স্বাস্থ্যসংক্রান্ত খোঁজখবর নিতে চিকিৎসকদের সাথে তিনি কথা বলেন। তিনি জানিয়েছেন, ঘটনার পর স্থানীয়রা খবর দিলে তিনি দ্রুত হাসপাতালে পৌঁছে যান। এদিকে প্রাথমিকভাবে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে দিনহাটা থানার পুলিশ। যদিও এ ঘটনায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ওই ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন স্বামী বিপুল মোদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here