শিশুদের জন্য 15টি বেডের নতুন পিকো ওয়ার্ড চালু করা হলো কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

0
348

কোচবিহার :- শিশুদের জন্য 15টি বেডের নতুন পিকো ওয়ার্ড চালু করা হলো কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে । বৃহস্পতিবার কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে মাতৃমা বিভাগে ওয়ার্ডের শুভ উদ্বোধন করা হয় । উদ্বোধন করেন কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান, MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রিন্সিপাল ডক্টর সুকুমার বসাক, MSVP ডক্টর রাজীব প্রসাদ, ওএসডি ডক্টর সুকান্ত রায় , জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস। বর্তমান শিশুদের মধ্যে ভাইরাল জ্বর দেখা যাচ্ছে । যদিও কোচবিহার জেলায় এ সংখ্যাটা অনেকটাই কম । পাশাপাশি জেলায় এখনো কোনো রকম শিশুর মৃত্যুর খবর নেই । তার আগেই শিশুদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করে PICO ওয়ার্ড চালু করা হলো । এই ওয়ার্ডে আধুনিক মেশিন রয়েছে ।12 বছরের বাচ্চার দিয়েই ওয়ার্ডে চিকিৎসা হবে ।MSVP ডক্টর রাজীব প্রসাদ বলেন আর কোচবিহারে বাচ্চাদের অন্যত্র রেফার করতে হবে না ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here